রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে পারে ফেসবুক

১১ জুলাই, ২০২০ ১৭:০৭  
চলতি বছরের মার্কিন নির্বাচনের আগের কয়েক দিন রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। এজন্য বিজ্ঞাপন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সোশ্যাল টেওয়ার্ক জায়ান্ট। প্রস্তাবিত নীতিতে বলা হচ্ছে, টুইটারের মতো সারা বছর বিজ্ঞাপন বন্ধ না রেখে, যুক্তরাষ্ট্রে শুধু নির্বাচনের আগের কয়েকটা দিন “ব্ল্যাকআউট” সময় হিসেবে ধরা হবে। ওইসময় নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়া পর্যন্ত কোনো বিজ্ঞাপন চোখে পড়বে না। ঠিক কতদিন বিজ্ঞাপন বন্ধ থাকবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ফেসবুক। যুক্তরাজ্যসহ অনেক দেশ নির্বাচনের দিন বা আগের কয়েক দিনে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধের আইন রয়েছে। সেই আইন মানতেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে মার্ক জাগারবার্গের কোম্পানিটি।